সালাহ উদ্দিনকে ফিরে পেতে কক্সবাজারে মাসব্যাপী কর্মসূচি
বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র সালাহ উদ্দিন আহমদকে সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে কক্সবাজার জেলা ছাত্রদল আবারও মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
সোমবার দুপুরে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদল আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ছাত্রদল নেতৃবৃন্দ এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে, কক্সবাজার জেলা সদর ও বিভিন্ন উপজেলায় বিক্ষোভ সমাবেশ-মিছিল, মানববন্ধন, লিফলেট বিতরণ, দোয়া মাহফিল ও গণসংযোগ। আগামী ১৫ মে থেকে ১৬ জুন পর্যন্ত কক্সবাজার জেলা সদর এবং জেলার আটটি উপজেলা সদর, পৌরসভা, বিভিন্ন কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করার কথা বলা হয় প্রেস ব্রিফিংয়ে।
প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল। এতে বক্তব্য দেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনির উদ্দিন মনির, সিনিয়র সহ সভাপতি সরওয়ার রোমন, সহ সভাপতি শাহীনুল ইসলাম শাহীন ও যুগ্ম সম্পাদক আলা উদ্দিন রবিনসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ উল্লেখ করেন, গত ১০ মার্চ বিএনপির কর্মসূচি চলাচালে ঢাকার উত্তরা আবাসিক এলাকার একটি বাসা থেকে বিএনপি যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র সালাহ উদ্দিন আহমদকে আইনশৃংখলা বাহিনীর একদল সদস্য তুলে নিয়ে যায়।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, সালাহ উদ্দিন আহমদ কক্সবাজারের উন্নয়নের রূপকার। তিনি এমন একজন নেতা যিনি সারাদেশের জন্য উন্নয়নের মডেল। আপন দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং সরকারের উচ্চ পর্যায়ে দক্ষ প্রশাসনিক পরিচালনার মাধ্যমে তিনি নিজেকের স্বাধীনতোত্তর কক্সবাজারে সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন।
প্রেস ব্রিফিংয়ে কক্সবাজারে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগেও সালাহ উদ্দিন আহমদকে ফিরে পেতে মাসব্যাপী কর্মসূচি পালন করেছিল জেলা ছাত্রদল।
সায়ীদ আলমগীর/ এমএএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা