৩ শর্তে নির্বাচনে যাওয়ার ঘোষণা দুদুর
একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে (ইসি) তিনটি শর্ত দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব শর্তের কথা উল্লেখ করেন।
রোডম্যাপ ঘোষণার আগে নির্বাচন কমিশনকে তিনটি শর্ত মানতে হবে এমন দাবি করে শামসুজ্জামান দুদু বলেন, ‘প্রথম শর্ত, খালেদা জিয়া ও তারেক রহমানসহ সব নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে; দ্বিতীয় শর্ত, সব রাজবন্দীকে মুক্তি দিতে হবে; তৃতীয় শর্ত, যারা ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করে লুটপাট করছে , তারা ক্ষমতায় থাকতে পারবে না, থাকবে নির্বাচনকালীন সহায়ক সরকার।’
এই তিন শর্ত মেনে নিলে পরদিনই বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেবে উল্লেখ করে দুদু বলেন, ‘এর বাইরে যতই চেষ্টা করুন বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। হতে দেয়া হবে না।’
সরকারের বন্ধুরা আস্তে আস্তে সরে যাচ্ছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের সবচেয়ে কাছের বন্ধু ভারত বলেছে তারা বাংলাদেশের জনগণের সঙ্গে আছে, আমরা তাদের অভিনন্দন জানাই।’
তিনি বলেন, ‘সরকারের মাথা খারাপ হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্বস্তিতে নেই। তারা বলেছিল, তারা নাকি ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। কোথায় গেল সেগুলো।’
ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ।
এমএম/এসআর/পিআর