ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বায়তুল মোকাররমে চতুর্থ জানাজা, জাগপা প্রধানের দাফন বনানীতে

প্রকাশিত: ১১:৫৭ এএম, ২২ মে ২০১৭

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সদ্য প্রয়াত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধানের চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ আসর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে জানাজা শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শফিউল আলম প্রধানের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, ন্যাপের জেবেল রহমান গানি, এম গোলাম মোস্তফা ভূঁইয়া, শহীদুন্নবী ডাবলু, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান, এনডিপির খন্দকার গোলাম মোর্তুজা, মঞ্জুর হোসেন ঈসা, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদী, কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, জাগপার খন্দকার লুৎফর রহমান, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নিজামী প্রমুখ।

এদিকে প্রয়াত শফিউল আলম প্রধানের মরদেহ বনানী কবরস্থানে সমাহিত করা হবে বলে জানিয়েছেন ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া।

এর আগে রোববার দুপুরে রাজধানীর আসাদগেটে প্রধানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় দিনাজপুর।

সেখানে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার জন্মস্থান পঞ্চগড়ে। সেখানে তৃতীয় জানাজা শেষে মরদেহ ঢাকায় আনা হয়।

উল্লেখ্য, রোববার ভোরে আসাদগেটের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।

এমএম/এমএমএ/এমএস

আরও পড়ুন