বুধবার সোহরাওয়ার্দীতে জনসভার অনুমতি চায় বিএনপি
গুলশানে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বিএনপি। এজন্য অনুমতি চেয়ে পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে দলটি।
সোমবার দলের নয়াপল্টন কার্যালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র বলছে, জনসভার অনুমতি চেয়ে দলের পক্ষ থেকে কয়েকজন দায়িত্বশীল নেতা গণপূর্ত বিভাগ ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কাছে চিঠি দিয়েছেন।
এর আগে গত রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে সারাদেশে প্রতিবাদ সভার সিদ্ধান্ত নেয়া হয়।
দলীয় সূত্র এও জানায়, সরকার প্রতিবাদ সভায় বাধা দিলে বিক্ষোভ-সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
ওই সিদ্ধান্ত অনুযায়ীই বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি চাওয়া হয়েছে।
উল্লেখ্য,গত শনিবার আকস্মিক গুলশানে খালেদার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ।
এমএম/এমএমএ/আরআইপি