ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

অপরাজনীতিকে বাংলাদেশ থেকে বিদায় করতে চাই : খালেদা

প্রকাশিত: ১১:৪৫ এএম, ২১ মে ২০১৭

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘পুলিশকে অকারণে অপব্যবহার করে বিরোধী দলের অফিস তছনছ করার মতো অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই।’

রোববার নিজের টুইটার অ্যাকাউন্টে এক টুইটে খালেদা জিয়া এ কথা বলেন।

গতকাল শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। তবে সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এই তল্লাশির প্রতিবাদে আজ দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি ও তার বেশ কিছু সহযোগী সংগঠন। অন্যায়ভাবে এ অভিযান চালানো হয়েছে অভিযোগ এনে ইতোমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে দলটি।

khaleda

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রোববার ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় অনুষ্ঠানে বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে আজ রাতেই জরুরি বৈঠকে বসবেন খালেদা জিয়া।

এমএম/জেএইচ/জেআইএম

আরও পড়ুন