ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

শুভ জন্মদিন রাশেদ খান মেনন

প্রকাশিত: ০৮:২৪ পিএম, ১৭ মে ২০১৭

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেননের ৭৪তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার। ১৯৪৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি।

এ উপলক্ষে আজ বিকেল ৪টায় তোপখানা রোডস্থ বাংলাদেশের ওয়ার্কাস অফিসে কেক কাটবেন তিনি। এরপর পার্টি অফিস চত্বরেই অনুষ্ঠিত হবে আলোচনা সভা। অনুষ্ঠানে মেনন ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।

বিশেষ এই আয়োজনে মেননের পক্ষে সর্বস্তরের জনগণের উপস্থিতি কামনা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

২০০৮ খ্রিস্টাব্দের নির্বাচনে বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন রাশেদ খান মেনন। বর্তমানে তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নির্বাচিত সভাপতি।

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের জন্য গঠিত সর্বদলীয় মন্ত্রিসভায় ডাক ও তার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ওই নির্বাচনে তিনি ঢাকা থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

আরএম/বিএ