বিএনপির ‘ভিশন-৩০’ দেশের জন্য ভালো : অর্থমন্ত্রী
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘোষিত ‘ভিশন-৩০’ কে দেশের জন্য ভালো বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার সচিবালয়ে দেশের বিভিন্ন জাতীয় পত্রিকার সম্পাদক ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘ইয়েস, আই থিঙ্ক দিস ইজ গুড। এটা তো দেশের জন্য ভালো। ইউ হ্যাভ এ প্রজেকশন বাই এ ইম্পটেন্ট পলিটিক্যাল পার্টি।’
শ্যামল দত্তের প্রশ্নটি ছিল- ‘পত্রিকায় নিউজটা তো দেখেছেন তিনি (খালেদা জিয়া) দেশের কোন কোন জায়গায় কী কী করতে চান। কিছু টাইমলাইন দেয়া আছে। কিছু লক্ষ্য দেয়া আছে।’
তবে বিএনপির এই ভিশনকে ‘দেশের জন্য ভালো’ এ মন্তব্য করার পরও অর্থমন্ত্রী বলেন, ‘আমি এখন পর্যন্ত এটা ( ভিশন-২০৩০) সম্পর্কে কমেন্ট করব না। কারণ পুরো সিগমেন্টটা আমি এখনও পাইনি। কোনো কাগজে পুরো স্টেটমেন্ট নেই।’
চলতি অর্থবছরের বাজেট নিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের ক্ষমতার ৮ বছরের গতিধারায় এবারই হবে সর্বশেষ্ঠ বাজেট। এবার বাজেটের পরিমাণ হবে ৪ লাখ কোটি টাকা, যা গতবার ছিল ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা।
উল্লেখ্য, বুধবার বিকেলে ২ ঘণ্টাব্যাপী সংবাদ সম্মেলনে বিএনপির ‘ভিশন-৩০’ তুলে ধরেন বেগম খালেদা জিয়া। যেখানে অর্থনীতি সংশ্লিষ্ট বিষয়ও ছিল।
এইচএস/জেডএ/জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ২ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৩ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৪ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা
- ৫ বিএনপির ৩১ দফা নিয়ে যা ভাবছে রাজনৈতিক দলগুলো