ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা : খালেদা

প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১০ মে ২০১৭

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের সকল নাগরিকের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। প্রত্যেক নাগরিকের জন্য একজন চিকিৎসক নির্দিষ্ট থাকবেন। এতে ইউনিভার্সাল হেলথ কভারেজ নিশ্চিত হবে।

বুধবার বিকেলে গুলশানের হোটেল ওয়েস্টিনের বলরুমে আয়োজিত সংবাদ সম্মেলন একথা বলেন তিনি।

ক্ষমতায় যাওয়ার পর বিএনপি কীভাবে দেশ পরিচালনা করবে- তার রূপকল্প ‘ভিশন ২০৩০’ দেশবাসীর সামনে তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জিডিপির ৫ শতাংশ অর্থ স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়ম রোধ করে জাতীয় স্বাস্থ্য উন্নয়ন-এর মাধ্যমে বাংলাদেশকে একটি স্বাস্থ্যবান উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এমকে আনোয়ার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ভাইস চেয়ারম্যানদের মধ্যে আছেন আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর, আব্দুল মান্নান, অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, হাফিজ উদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, খন্দকার মাহবুব হোসেন, রুহুল আমিন চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, এজেডএম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, মো. শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী ও সেলিমা রহমান।

চেয়ারপারসনের উপদেষ্টাদের মধ্যে রয়েছেন আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালি, তাজমেরী এসএ ইসলাম ও অধ্যাপক সুকোমল বড়ুয়া।

জোটের শরিকদের মধ্যে ছিলেন আন্দালিব রহমান পার্থ, শফিউল আলম প্রধান, সৈয়দ মোহাম্মদ ইবরাহীম, জেবেল রহমান গানি, ফরিদুজ্জামান ফরহাদ, মুফতি ওয়াক্কাস, মোস্তফা জামাল হায়দার, মোস্তাফিজুর রহমান ইরান, সাইফুদ্দিন আহম্মেদ মনি, এএইচএম কামরুজ্জামান খান, আজহারুল ইসলাম ও সাঈদ আহমেদ। এছাড়া আছেন ড. মাহবুব উল্লাহ, মাহফুজ উল্লাহ ও ডা. জাফরুল্লাহ চৌধুরী।

কূটনীতিকদের মধ্যে ভারত, চীন, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, আরব আমিরাত, জাপান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার, সৌদি আরব, অস্ট্রেলিয়া, জার্মানি, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ ও ইই্উ, ইউএনডিপিসহ বেশ কয়েকটি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএম/জেএইচ/এমএস

আরও পড়ুন