ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদার দুর্নীতির দুই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৫ মে

প্রকাশিত: ০৭:৪৪ এএম, ০৫ মে ২০১৫

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতির দুই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৫ মে দিন ধার্য করেছে আদালত। ওইদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাজিরের নির্দেশও দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালত এ আদেশ দেয়।

নিরাপত্তাজনিত কারণ ও বার কাউন্সিল নির্বাচনে আইনজীবীদের ব্যস্ততা থাকায় দুই মামলায় মঙ্গলবার আদালতে হাজির হননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার অনুপস্থিতিতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদ সাক্ষ্য দেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুই আসামির পক্ষে তাকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী। ওই মামলায়ও বাদী ও প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন হারুন-অর-রশিদ।  

প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অপরদিকে, জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরও একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এআরএস/পিআর