কুষ্টিয়ায় ২০ দলের মানববন্ধন
বিচারপতিদের অভিসংসনের ক্ষমতা অবৈধ সংসদের হাতে দেয়া, গণবিরোধী সম্প্রচার নীতিমালা বাতিল এবং অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কুষ্টিয়া ২০ দলীয় জোট। শনিবার দুপুরে শহরের এনএস রোডে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দেশে এখন গণতন্ত্রের নামে চলছে ফ্যাসীবাদ আর শাসনের নামে চলছে অপশাসন। সেই সঙ্গে চলছে হত্যা-গুম আর অপহরনের মহোৎসব। চলমান পরিস্থিতিতে দেশের জনগন আতংকিত হয়ে উঠছে। আর সরকার রাষ্ট্রের আইনশৃঙ্খরা রায় নিজেদের ব্যর্থতাকে আড়াল করতে বিরোধী দলের উপর দোষ চাপানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। অপহরণ-হত্যা-গুম সরকারের জন্যই বুমেরাং হবে বলে অভিমত প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, ক্ষমতার জোরে এই সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না। যে কোন অবস্থায় এই স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে। তার জন্য জেলা, থানা, ইউনিয়নসহ সকল পর্যায়ে নেতা-কর্মীদের একসাথে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ২০ দলীয় জোটের আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী রুমী। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, অধ্যাপক শহীদুল ইসলাম, রেজা আহম্মদ বাচ্চু, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর এ কে এম আলী মহসীন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, জেলা জাগপার সভাপতি এম এ মান্নান, এনপিপির আহসান হাবিব তাছির, জমিয়েতে উলামা ইসলামের মওলানা আব্দুল হামিদ, খেলাফত মজলিসের এ্যাড. জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকে।