ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

৭ ও ৮ মে রাজধানীতে বিএনপির কর্মীসভা

প্রকাশিত: ০৯:১৮ এএম, ০৪ মে ২০১৭

আগামী ৭ মে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মহানগর নাট্যমঞ্চে এবং ৮ মে উত্তর বিএনপি উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কর্মীসভা করবে দলটি।

তবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কর্মীসভা হবে পুলিশ প্রশাসনের অনুমতি সাপেক্ষে।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের সঙ্গে এক যৌথসভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় ‘দেশে গণতন্ত্র চলছে ভালো’ জাতীয় সংসদে দেয়া প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র বলতে কিছুই নেই। প্রধানমন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ এবং জনগণের সঙ্গে প্রতারণা। ওনার এই ধরনের বক্তব্যে হচ্ছে- ‘That is the Super Jokes।’

বিএনপির মহাসচিব বলেন, ‘গতকাল (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। সেই দিবসে আমরা যেসব বক্তব্য শুনেছি, বিশেষ করে সরকারি ঘরানার লোকজন বলেছেন, গণমাধ্যমের ওপর সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে। গণতন্ত্রের মূল যে ফ্রি প্রেস- সেটাই তো চলছে না।’

ভারত-বাংলাদেশ চুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই বিষয়ে (চুক্তি ও সমঝোতা স্মারক) আমাদের বক্তব্য আগেই দিয়ে দিয়েছি।’

সহায়ক সরকারের দাবি আদায়ে বিএনপির পদক্ষেপ জানতে চাইলে তিনি বলেন, ‘যখন সময় আসবে তখন অফিসিয়ালি উত্তর পাবেন। একটু ধৈর্য ধরতে হবে। প্রতিদিন একই কথা বলতে চাই না, গুরুত্বও বহন করে না।’

নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে খুব শিগগিরই একটি রূপরেখা দেয়া হবে বলেও জানান তিনি।

ফখরুল বলেন, ‘দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে ইতোমধ্যে সাংগঠনিক সফর শুরু হয়েছে। কিন্তু সেই সফরে নানাভাবে বাঁধা দেয়া হচ্ছে। আমরা অনেক জায়গায় কর্মী সম্মেলন করতে বাঁধাগ্রস্ত হয়েছি।’

তিনি বলেন, ‘এই সরকার পুরোপুরি দুর্নীতিবাজ। দুর্নীতি হচ্ছে এদের প্রধান উদ্দেশ্য। যার উত্তর সম্প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দিয়ে দিয়েছেন। আসলে তারা নিজেরাই স্বীকার করে নিয়েছেন যে, তারা (আওয়ামী লীগ সরকার) দুর্নীতি করছেন এবং পালিয়ে যাবেন।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর বিএনপি (দক্ষিণ) সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, রবিউল ইসলাম রবি, মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি বজলুল বাসিত আঞ্জু, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সহ সভাপতি শাহাবুদ্দিন, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএম/এমএমজেড/এসআর/আরআইপি

আরও পড়ুন