ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

পিন্টুকে যথাযথ চিকিৎসা সেবা দেয়া হয়নি : দাবি স্বজনদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৩৪ এএম, ০৩ মে ২০১৫

পিন্টুকে আটক করার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাযথ চিকিৎসা সেবা দেয়া হয়নি বলে দাবি করেছেন তার স্বজনরা। তাদের অভিযোগ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পিন্টুকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসা সেবা দেয়ার কথা ছিল।

কিন্তু সরকার তা না করে পিন্টুকে নারায়ণগঞ্জ কারাগারে পাঠিয়ে দেয়। এরপর সেখান থেকে ঢাকায় এসে মাঝে মাঝে চিকিৎসা নিতেন তিনি। রোববার দুপুরে জাগো নিউজের সঙ্গে আলাপকালে পিন্টুর শ্যালক দীপু এ কথা জানান।

দীপু বলেন, এরপর তাকে হঠাৎ করে রাজশাহী কারাগারে পাঠিয়ে দেয়া হয়। সরকারের এইসব স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণে পিন্টুর অকাল মৃত্যু হয়েছে বলে দাবি তার।

উল্লেখ্য, রোববার দুপুর ১২টা ২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নাসির উদ্দিন আহমেদ পিন্টু।

এমএম/বিএ/আরআই