বুয়েট ছাত্রলীগ নেতাদের বহিষ্কারে ছাত্র সংগ্রাম পরিষদের নিন্দা
শিক্ষককে লাঞ্ছিত করার দায়ে বাংলাদেশ ছাত্রলীগ বুয়েট শাখা সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ কনককে বহিস্কারে প্রতিবাদ জানিয়েছে ছাত্র সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
বিজ্ঞপ্তিতে তারা বলেন, গত ১২ এপ্রিল ২০১৫ তারিখে মানবতাবিরোধি কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের রায় ঘোষণার পর বুয়েট শিক্ষক অধ্যাপক জাহাঙ্গীর আলম উক্ত রায় নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেন। যা আমাদের সংবিধান বিরোধী ও রাষ্ট্রদ্রোহীতার শামিল। তাই বিক্ষুদ্ধ ছাত্ররা পরের দিন উক্ত শিক্ষকের নিকট কৈফিয়ত চাইলে তিনি ছাত্রদের গায়ে হাত তোলেন। অতপর ঐ শিক্ষককে উপাচার্যের নিকট সোপর্দ করে বিচার প্রার্থনা করে ছাত্ররা।
তারা আরো বলেন, কিন্তু শিক্ষক সমিতি দুই সপ্তাহ বুয়েট বন্ধ করে রাখে এবং বুয়েটের প্রশাসন ছাত্রলীগ বুয়েট শাখার সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ কনককে বহিস্কার করে। যা সত্যি অনভিপ্রেত ও অনাকাঙ্খিত। বুয়েট প্রশাসনের এমন সিদ্ধান্তে আমরা বিস্মিত ও হতবাক হয়েছি। কারণ অপরাধীকে শাস্তি না দিয়ে অপরাধকে আড়াল করার জন্য প্রতিবাদীদেরকে শাস্তি দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ সিদ্ধান্ত প্রত্যাহার করে দায়ি শিক্ষককে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।
একই বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ গত শনিবার নেপালে প্রলয়ংকারি ভূমিকম্পে নিহতদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এমএইচ/আরএস/পিআর