সুনামগঞ্জে বিএনপির ২৩ নেতাকর্মী কারাগারে
পুলিশের উপর হামলা মামলায় সুনামগঞ্জ জেলা বিএনপির ২৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ধর্মপাশা উপজেলা সদরে বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাস উদ্দিনের আদালতে হাজির হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
তারা হলেন- ডা. রফিক চৌধুরী, মাহবুব আলম, মো. ফরিদ মিয়া, আবুল কাশেম, নয়ন মিয়া, পুতুল মিয়া, কায়সার চৌধুরী, রতন মিয়া, মঞ্জু মিয়া, ইকবাল হোসেন, মোশাদিক, শিপুল আহমদ, বকুল মিয়া, শাহ কামাল, মুজিবুর রহমান, মোহাম্মদ হোসেন ও আলমগীর হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের ২৩ নেতাকর্মীকে জেলহাজতে পাঠনোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ১৫ জানুয়ারি ধর্মপাশা বাজারে আওয়ামী লীগ, পুলিশ ও বিএনপির মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
সর্বশেষ - রাজনীতি
- ১ জনগণের অধিকার ফিরিয়ে দিতে ভূমিকা রাখবে জামায়াত: শাহাজাহান
- ২ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল না: ডা. শফিকুর রহমান
- ৩ শোষণের বিরুদ্ধে আর শোষিতের পক্ষে ছিলেন মওলানা ভাসানী: তারেক রহমান
- ৪ সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না: তারেক রহমান
- ৫ বিএনপি ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা কীভাবে পেয়েছে: চরমোনাই পীর