নির্বাচনে অংশগ্রহণ ও বর্জন ছিল একটি সাজানো নাটক : ওবায়দুল কাদের
তিন সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণের পর সরে দাঁড়ানো রহস্যজনক বলে মন্তব্য করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে সিলেটের কাজিরবাজার সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ ও বর্জন ছিল একটি সাজানো নাটক। নির্বাচনে অংশগ্রহণ বিএনপির মূখ্য উদ্দেশ্য ছিল না। এই নির্বাচন থেকে তারা আন্দোলনের ইস্যু খুঁজে পাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু, তাদের ষড়যন্ত্র সফল হবেনা। নির্বাচনের আগে বিএনপির নিরব ভোট বিপ্লবের ডাক দেয়া ও নিরবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘটনা রহস্যজনক।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার কর্মকাণ্ডে কর্মীরাও আজ হতাশ। যে দল আন্দোলন করতে গিয়ে কর্মী পায় না, নির্বাচন করতে গিয়ে এজেন্ট পায় না, সে দল আন্দোলন করবে কেমন করে?
বিএনপি নেতাদের ফাঁস হওয়া কথোপকথনের কথা উলেখ করে মন্ত্রী জানান, তাদের কথোপকথন শুনেই মনে হয়েছে নির্বাচনে অংশগ্রহণ ও নির্বাচন বর্জন পূর্বপরিকল্পিত।
কাজিরবাজার সেতুর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১২৪ কোটি টাকা ব্যয়ে সুরমা নদীর উপর নির্মিত ‘কাজিরবাজার সেতু’ আগামী জুন মাসের কোনো এক সময় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।
এর মধ্যে প্রধানমন্ত্রীর শিডিউল পেলেই উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে। একই সাথে জুন মাসেই সুনামগঞ্জের সুরমা সেতু উদ্বোধনের মাধ্যমে দুই সেতুর যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ।
এমএএস/আরআই