ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খিলগাঁও চৌধুরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ স্থগিত

প্রকাশিত: ০৬:০১ এএম, ২৮ এপ্রিল ২০১৫

খিলগাঁও চৌধুরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

আওয়ামী লীগ সমর্থকদের ভোট কারচুপির অভিযোগে বিএনপির সমর্থকরা ভোট দান থেকে বিরত থাকেন। এসময় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলিবর্ষণ করে।

এর আগে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁও ১ নং ওয়ার্ডের সরকার সমর্থীত প্রার্থী ছাড়া অন্য কোনো কাউন্সিলর প্রার্থীদের পোলিং এ্যাজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির সমর্থিত হুমায়ুন কবিরের পোলিং এ্যাজেন্টরা। কয়েকটি কেন্দ্রে সাংবাদিকদেরও ঢুকতে দেয়নি আইন-শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্যরা।

মঙ্গলবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। কিন্তু ভোট গ্রহনের আড়াই ঘণ্টা পরেও অনেক কেন্দ্রে হুমায়ন কবিরের কোনো পোলিং এ্যাজেন্ট নেই। খিলগাঁও গালর্স স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও মডেল কলেজেও একই অবস্থা।

এআরএস/এমএস