ভোট ক্রয়ের খবর মিথ্যা দাবি করে তাবিথের বিবৃতি
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিনের বরাত দিয়ে বিভিন্ন মোবাইলে ‘মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের বিরুদ্ধে ভোট ক্রয়ের অভিযোগ ও গ্রেফতার’ সংক্রান্ত যে খুদে বার্তা পাঠানো হয়েছে, তা আদৌ সত্য নয় বলে জানিয়েছেন তাবিথ আউয়াল। মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি করেন তিনি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রকৃতপক্ষে খুদে বার্তায় উল্লেখ করা শারফিন আক্তারসহ তার সহযোগীরা তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণাকর্মী, আত্মীয়-স্বজন বা পোলিং এজেন্টদের কেউ নন।
তাবিথ বলেন, কোনো গোষ্ঠী তাদের হীন স্বার্থ চরিতার্থ করতেই প্রার্থী তার বিরুদ্ধে ওই ষড়যন্ত্র ও চক্রান্ত করছেন। এ ধরণের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। একই সঙ্গে গণমাধ্যমের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন তথ্য যাচাই-বাচাই করে সঠিক খবর প্রচার করেন।
এসএ/একে/এমএস