ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ

প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৮ এপ্রিল ২০১৭

ভারত সফর শেষে দেশে ফেরার দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামী ১০ এপ্রিল বিকেলে রাজধানীর বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফরকালে বিএনপি নেতাদের বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তাদের সব অভিযোগ অবাস্তব, কাল্পনিক ও ভিত্তিহীন।

তিনি বলেন, চুক্তি না হলেও প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা সমস্যার সমাধানে অগ্রগতি হয়েছে। ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি নয়, বরং সবগুলো চুক্তি ও সমঝোতা স্মারক প্রকাশ্যে হয়েছে।

সই হওয়া চুক্তিগুলোকে বাংলাদেশের জন্য বিশাল অর্জন উল্লেখ করে তিনি বলেন, এ সফরে দিই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাল।

সংবাদ সম্মেলনের আগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ-সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হয়।

এইউএ/জেডএ/এএইচ/আরআইপি

আরও পড়ুন