৪ সেপ্টেম্বর আইজীবীদের আন্দোলন কর্মসূচি ঘোষণা
বিচারপতিদের অপসারণের (অভিসংশন) ক্ষমতা সংসদের হাতে দেওয়ার প্রতিবাদে আগামী ৪ সেপ্টেম্বর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে সুপ্রিম কোর্ট আইজীবী সমিতি। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
খন্দকার মাহবুব বলেন, আগামী ৩ সেপ্টেম্বর বৃহত্তর পরিসরে আবারও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করা হবে। এরপর ৪ সেপ্টেম্বর আইনজীবী সমিতির সাধারণ সভা শেষে অভিসংশন আইনের বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে আইনজীবী সমিতির সভাপতির কক্ষে সদস্যদের সঙ্গে জ্যেষ্ঠ আইনজীবীদের দ্বিতীয়বারের মতো মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র আইনজীবী ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, এডভোকেট জসিম উদ্দিন সরকার ও এডভোকেট রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ - রাজনীতি
- ১ জনগণের অধিকার ফিরিয়ে দিতে ভূমিকা রাখবে জামায়াত: শাহাজাহান
- ২ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল না: ডা. শফিকুর রহমান
- ৩ শোষণের বিরুদ্ধে আর শোষিতের পক্ষে ছিলেন মওলানা ভাসানী: তারেক রহমান
- ৪ সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না: তারেক রহমান
- ৫ বিএনপি ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা কীভাবে পেয়েছে: চরমোনাই পীর