ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

প্রতিরক্ষা চুক্তি করতেই জঙ্গি নাটক : রিজভী

প্রকাশিত: ০৭:৪৯ এএম, ০২ এপ্রিল ২০১৭

‘ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করার জন্যই দেশে জঙ্গিবাদের নামে একের পর এক নাটক সাজানো হচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘জঙ্গিবাদ নিয়ে সরকারের নাটকীয়তা জনগণের কাছে জিজ্ঞাসাতে পরিণত হয়েছে। জঙ্গিদের আস্তানা নিয়েও মানুষের সন্দেহ আছে। জনগণের দৃষ্টি প্রতিরক্ষা চুক্তির দিকে না নিয়ে অন্যদিকে নেয়ার জন্যই জঙ্গিবাদ সৃষ্টি করা হচ্ছে। তবে তারা ব্যর্থ হয়েছে। জনগণই নিজ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করবে।’

‘ভারতের সঙ্গে চুক্তি করে সরকার রাষ্ট্রের জানাজা প্রস্তুত করছে’ বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মনির হোসেন প্রমুখ।

এমএম/বিএ/এমএআর/পিআর

আরও পড়ুন