ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপি-জামায়াতের ১৪৭ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২৫ আগস্ট ২০১৪

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি ও জামায়াতের ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

ঢাকা মহানগর হাকিম মো. তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া সোমবার অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এ মামলায় ৪২ জনকে সাক্ষী করা হয়েছে।

এ সময় রুহুল কবির রিজভী, জয়নাল আবদিন ফারুক, আমানউল্লাহ আমানসহ ৯৯ নেতাকর্মী আদালতে উপস্থিত ছিলেন। বাকি ৪৮ নেতাকর্মী না আসায় তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এ ছাড়া ওমর ফারুক নামে এক আসামি মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত বছর মার্চে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় দ্রুতবিচার আইনে পল্টন থানায় বাদী হয়ে পুলিশ এ মামলাটি দায়ের করে।