নির্বাচনী প্রচারণায় বাধা : ফিরে আসছেন খালেদা
উত্তরাতে নির্বাচনী প্রচারণায় বারবার বাধার সম্মুখীন হওয়ায় এবার গুলশানের পথে রওয়ানা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দ্বিতীয় দিনের মতো তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন তিনি।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় তার নির্বাচনী প্রচারণার বহরটি গুলশানের পথে রওয়ানা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারপারসনে মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
বিকাল সাড়ে ৪টার দিকে তিনি তার গুলশানের বাসা থেকে বেরিয়ে উত্তরার দিকে রওয়ানা হন। এ সময় উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড়ে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে কালো পতাকা প্রদর্শন করে। ফলে খালেদার গাড়িবহর ওই স্থান ছেড়ে আরও সামনের দিকে এগিয়ে যায়।
খালেদার গাড়িবহর গিয়ে থামে উত্তরা মডেল টাউনে এসবি প্লাজার সামনে। সেখানে খালেদা জিয়া গাড়ি থেকে নামলেও স্থানীয় ছাত্রলীগ কর্মীরা তার বহরকে ঘিরে ধরায় তিনি সেখান থেকেও চলে যান।
বিকাল ৫টার দিকে খালেদার গাড়িবহর বিমানবন্দর পার হয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কের প্রবেশমুখে পৌঁছালে মুখে কালো কাপড় বেঁধে ও হাতে কালো পতাকা নিয়ে ৫ শতাধিক মানুষ প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়।
এদিকে খালেদা আজমপুর পৌঁছালে সেখানে ৩০ থেকে ৩৫ জন যুবক ‘আমার ভাই মরলো কেন, খালেদার কাছে জবাব চাই’, ‘পাকিস্তানের খালেদা পাকিস্তানে ফিরে যা’ বলে স্লোগান দেয়া শুরু করেন।
পরবর্তীতে বাধার মুখেই কয়েকটি এলাকায় প্রচারণা চালিয়ে ঢাকার পথে রওয়ানা করেন তিনি।
# উত্তরায় খালেদার প্রচারণা : নেতাকর্মীদের ঢল
এমএম/বিএ/আরআইপি