ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

‘যদি কেউ ইতিহাস বিকৃত করে থাকে, সেটা জিয়া ও খালেদা’

প্রকাশিত: ১১:৪৪ এএম, ২৫ মার্চ ২০১৭

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসের যদি কেউ বিকৃত করে থাকে, সেটা জিয়াউর রহমান ও তার সহধর্মিণী খালেদা জিয়া।

তিনি বলেন, অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেকেই ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না।

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন উপলক্ষে শনিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

রাজধানীর লালবাগ আজাদ অফিস মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন নগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত।

তোফায়েল আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া যখন শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেছেন, তখনই পাকিস্তানিরা বই লিখে গণহত্যার চিত্রকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

এইউএ/বিএ/আরআইপি