একাত্তরের চেতনায় দেশ এগিয়ে যাবে : রওশন
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, বাঙালি জাতির জীবনে গৌরবদীপ্ত দিন মহান স্বাধীনতা দিবস। নিজস্ব ভাষা, সংস্কৃতি, ভূ-খণ্ডের সমন্বয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সশস্ত্র লড়াই শুরু হয়েছিল এই দিনে। আর এরই ধারাবাহিকতায় অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শনিবার এক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রওশন এরশাদ। একই সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর সন্তানদের গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
বাণীতে রওশন এরশাদ বলেন, যে লক্ষ্য ও আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সে লক্ষ্য ও আদর্শ বাস্তবায়ন করে একাত্তরের চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে। সুখী, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত, উদারনৈতিক, অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রে-এটাই হোক এবারের স্বাধীনতা দিবসের প্রত্যাশা।
এইচএস/এমএমজেড/আরআইপি