ভাতিজার বাসায় ভোট চাইতে গেলেন আব্বাসপত্নী
‘ভাতিজা’ সাঈদ খোকনের বাসায় ভোট চাইতে গেলেন ‘চাচী’ আব্বাসপত্নী। শুক্রবার সন্ধ্যায় তিনি সাঈদ খোকনের বাসায় যান।
জানা গেছে, আফরোজা আব্বাস সাঈদ খোকনের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। ওই বাসায় মাগরিবের নামাজও আদায় করেন তিনি। তবে সাঈদ খোকন সে সময় বাসায় না থাকায় দুজনের দেখা হয়নি। আফরোজাকে আপ্যায়ন করেন খোকনের চাচা আব্দুর রহমান ও চাচী। আফরোজা আব্বাস প্রায় ৪০ মিনিট সাঈদ খোকনের বাসভবনে অবস্থান করেন।
আব্বাসের প্রচার সেলের কর্মী আশরাফ উদ্দিন আহমেদ রুবেল বলেন, মির্জা আব্বাসের পক্ষে তিনি (আফরোজা) সাঈদ খোকনের পরিবারের সদস্যদের কাছে ভোট চেয়েছেন। সাঈদ খোকনের সঙ্গে তিনি কথাও বলতে চেয়েছিলেন। আব্দুর রহমান ফোন দিলেও উনি তখন তা ধরেননি।
উল্লেখ্য, বিএনপি নেতা মির্জা আব্বাস মামলা থাকায় তিনি প্রকাশ্যে ভোটের প্রচারে না আসায় তার পক্ষে আফরোজাই ঘুরে ঘুরে ভোট চাইছেন।
এএইচ/এআরএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা