ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপিকে জাতীয় পার্টিতে যোগ দেওয়ার আহবান

প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৩ আগস্ট ২০১৪

জাতীয় পার্টিই এক মাত্র আসল জাতীয়তাবাদী শক্তি উল্লেখ করে বিএনপিকে যুদ্ধাপরাধী জামায়াত ছেড়ে জাতীয়তাবাদী শক্তি হিসাবে জাতীয় পার্টির সঙ্গে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। শনিবার বিকেলে ফেনী শহরের মিজান ময়দানে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ আহ্বান জানান।

তিনি বলেন, আমি কবি মানুষ, নুর হোসেন এবং ডা. মিলন কিভাবে মারা গেছেন, জানি না। এগুলো শুনলে আমার কান্না হয়। এখন খুন, গুম নিত্যদিনের ঘটনা। টাকা না দিলে গুম-খুন হয়। সুনামগঞ্জের এক ভদ্রলোক লন্ডন থেকে দেশে এসে তিন মাস নিখোঁজ ছিলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, আন্দোলনের জন্য ঘোষণা দেন, বড় বড় কথা বলেন। কিন্তু তারা রাজপথে থাকেন না। তিনি দুই বার প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু কোনো উন্নয়ন করেননি। জেলে থেকে পাঁচ আসনে জয়ী হয়েছি। দেশে সন্ত্রাস-দুর্নীতি বেড়েছে, মানুষের জানমালের নিরাপত্তা নেই। ঘুষ দুর্নীতি চাই না, দলীয়করণ চাই না।

এরশাদ বর্তমান সরকারের উদ্দেশে বলেন, আমাদের সময় সন্ত্রাস ছিল না, গডফাদার ছিল না, র্যাব ছিল না, ক্রসফায়ার ছিল না। দলীয়করণ করিনি। এখন র্যাব থাকলেও হত্যা-গুম, সন্ত্রাস ও টেন্ডারবাজি বেড়েছে। ঘুষ ছাড়া চাকরি হয় না। সমাজ দুষিত হয়ে গেছে, দেশ অচল হয়ে গেছে।

জেলা জাতীয় পার্টির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক কেবিএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্যে দেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, কেন্দ্রীয় মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, কেন্ত্রীয় যুগ্ম মহাসচিব ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন প্রমুখ।