নারায়ণগঞ্জ উপ-নির্বাচনে নজরুলের স্ত্রী নির্বাচিত
নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনায় নিহত প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের শূন্য পদে নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল থেকে নারায়ণগঞ্জের ৮টি কেন্দ্রে মোট ১৬ হাজার ৭২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।ভোট গ্রহণ শেষে সিংহ প্রতীক নিয়ে নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি সব্বোর্চ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে র্যাব পরিচয়ে অপহরণ করা হয় প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলার চর ধলেশ্বরী এলাকা থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এর ফলে ২নং ওয়ার্ড কাউন্সিলর পদটি শূন্য হয়ে যায়।