বিএনপি-জামায়াত মানুষের জীবন নিয়ে খেলছে
আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জোট মানুষের জীবন নিয়ে খেলেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিএনপি জামায়াতের তাণ্ডব: রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, বিএনপির জন্মই হয়েছে মানুষের রক্তের স্রোতের ওপর। সেই বিএনপি জামায়াতকে নিয়ে দেশে তাণ্ডব চালিয়েছে। তারা আন্দোলনের নামে মানুষের জীবন নিয়ে খেলেছে। মানুষকে হত্যা করে আন্দোলন হয় না। মানুষকে অন্ধকারে ঠেলে দিয়ে উল্লাসিত হবেন না।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে বারবার এ দেশের ওপর এই আঘাত কেন? জামায়াত-শিবির তাদের কাজই তো হত্যাযঞ্জ চালানো। ৭১ সালেও তারা তাই করেছে। বাংলাদেশের মানুষ শান্তি চায়। আমরা চাই মানুষ স্বস্তিতে বসবাস করুক। ক্ষমতা আমার কাছে ভোগবিলাসের বস্তু নয়। এ দেশের মানুষের জন্য কাজ করে যাব সেটিই আমার চাওয়া।
তিনি বলেন, “আমাদের একটাই লক্ষ্য দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলবো। সেই দেশ বারবার রক্তাক্ত হবে সেটি চাই না। দেশবাসীকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
সর্বশেষ - রাজনীতি
- ১ জনগণের অধিকার ফিরিয়ে দিতে ভূমিকা রাখবে জামায়াত: শাহাজাহান
- ২ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল না: ডা. শফিকুর রহমান
- ৩ শোষণের বিরুদ্ধে আর শোষিতের পক্ষে ছিলেন মওলানা ভাসানী: তারেক রহমান
- ৪ সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না: তারেক রহমান
- ৫ বিএনপি ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা কীভাবে পেয়েছে: চরমোনাই পীর