জাতিসংঘের নেতৃত্বে তদন্ত চায় বিএনপি
আওয়ামী লীগ সরকারের আমলে খুন, গুম, অপহরণসহ সকল ঘটনায় আবারো জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে বিএনপি। এমনকি জ্বালাও পোড়াও-এর ঘটনায় উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপিকে দায়ি করা হচ্ছে অভিযোগ এনে এই ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেছেন তারা।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আইন-আদালতের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল। তাঁর আদালতে গমনাগমনের পথে শাসকদলীয় সন্ত্রাসের মুখে নিরাপত্তাজনিত কারণেই তিনি কয়েক দফা আদালতে উপস্থিত হতে পারেননি। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর পরই তিনি আইন-আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে উপস্থিত হয়েছেন। কিন্তু আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিরোধীদলে থাকাকালে তার বিরুদ্ধে রুজু মামলায় তিনি কতবার আইন-আদালতের প্রতি সম্মান দেখিয়েছেন?
বিবৃতিতে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি নেতৃবৃন্দকে জনগণের কাছে যেতে বাধা না দিয়ে একবার প্রমাণ করুন জনগণ কার পক্ষে আছে। খালেদা জিয়াকে গত ৫ জানুয়ারী থেকে কার্যত অন্তরীণ রেখে তার বের হওয়ার পথে বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করে সরকার প্রমাণ করেছে-তারা নিজেরাই জনগণের সামনে দাঁড়াবার সাহস হারিয়ে ফেলেছেন।
বিবৃতিতে তিনি বলেন, সরকারকে মনে করিয়ে দিতে চাই, খুন, গুম, লুটপাটের সংস্কৃতি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাথে মোটেই মানানসই নয়। এরশাদ, ইনু, মেনন সহযোগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকারের আমলে সকল খুন, গুম, অপহরণসহ সকল ঘটনায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক তদন্ত আবারো দাবি করে বিএনপি।
এমএম/এসআরজে