ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ক্ষতিগ্রস্তদের দায় বিএনপি-জামায়াতকেই বহন করতে হবে : মেনন

প্রকাশিত: ০১:২০ পিএম, ১০ এপ্রিল ২০১৫

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি তাদের কর্মসূচির নামে পেট্রোলবোমা হামলা করে মানুষকে পুড়িয়ে মেরেছে। এখন তারা খালি হাতে ঘরে ফিরে গেছে। কিন্তু তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা মৃত্যুবরণ করেছেন, দগ্ধ হয়ে বার্ন ইউনিটে কাতরাচ্ছেন তার দায় খালেদা জিয়া ও বিএনপি-জামায়াতকেই বহন করতে হবে।

শুক্রবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দুইদিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, বিএনপি-জামায়াত অবরোধ-হরতালে কোনো সময়ই জনগণকে সম্পৃক্ত করতে পারেনি। এ কারণে তাদের একমাত্র ভরসা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড।

কেবলমাত্র আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে নয়, জনগণকে সম্পৃক্ত করেই সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের মধ্য দিয়ে জঙ্গিবাদী শক্তিকে বিচ্ছিন্ন করতে হবে বলেও জানান তিনি।

এএইচ/একে/পিআর