রাজধানীতে হরতাল সমর্থক-শ্রমিকদের সংঘর্ষ
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামদলগুলোর হরতাল সমর্থনকারীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে পরিবহন লীগের তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, হারুনুর রশিদ, জালাল, সিরাজ মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, বামদলগুলো শাহবাগ থেকে এসে প্রেসক্লাবের সামনে হরতালের সমর্থনে সমাবেশ করতে থাকে। এর পাশেই বাংলাদেশ সড়ক পরিবহন লীগ ও ঢাকা সড়ক পরিবহন ইউনিয়ন তাদের পূর্ব ঘোষিত সমাবেশ করতে থাকে।
এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঢাকা সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমরা হরতাল সমর্থনকারীদের বাধা দেয়নি। এরপরও তারা আমাদের উপর হামলা চালিয়েছে।
এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে হরতালকারীদের অবস্থান লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে তারা শাহবাগ মোড় থেকে টিএসসির দিকে সরে যায়।
শাহবাগ মোড় থেকে হরতালকারীরা সরে গেলে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়। হরতালকারীদের লক্ষ্য করে জলকামান থেকে গরম পানিও ছেটানো হয়।
জেইউ/জেডএ/আরআইপি