গ্যাসের মূল্য বৃদ্ধি গণবিরোধী সিদ্ধান্ত
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা অর্ধদিবস হরতাল চলছে ঢাকা মহানগরীতে। মঙ্গলবার সকাল থেকেই হরতাল কর্মসূচি পালনকালে শাহবাগের রাস্তা বন্ধ করে অবস্থান নিয়ে এ হরতাল সফল করার আহ্বান জানায় প্রগতিশীল ছাত্রজোট।
তারা বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি গণবিরোধী একটি সিদ্ধান্ত। জনগণ এই সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেবে না। এর প্রতিবাদেই আজ আমরা হরতাল কর্মসূচি পালন করছি।
এর আগে হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে প্রগতিশীল ছাত্র জোটের কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ, কাঁটাবন, শেরাটন ও মৎস্য ভবনের রাস্তা ঘুরে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ পালন করেন। এসময় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের মতামত উপেক্ষা করে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। সরকারের ভুল নীতির কারণে এবং দুর্নীতির বোঝা জনগণের ওপর চাপানোর অংশ হিসেবে গ্যাসের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। জনগণ এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না। গ্যাসের মূল্য বৃদ্ধি গণবিরোধী একটি সিদ্ধান্ত। তাই জনগণকে সোচ্চার হয়ে হরতালের সমর্থনে রাজপথে নেমে হরতাল সফল করার আহ্বানও জানান তারা।
হরতালের সমর্থনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, বিপ্লবী ছাত্র মৈত্রীর যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল কবীর ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল।
অন্যদিকে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার কর্মীরা সকাল থেকে পল্টন, প্রেসক্লাব, গুলিস্তান ও দৈনিক বাংলা মোড়সহ বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে গ্যাসের দাম বৃদ্ধির ‘গণবিরোধী সিদ্ধান্ত’ বাতিলের দাবি জানাচ্ছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর প্রতিবাদেই রাজধানীতে মঙ্গলবার হরতালের ডাক দেয় বামদলগুলো।
এসএসসি পরীক্ষার্থী ও পরীক্ষার সব কাজ এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা, হাসপাতাল-অ্যাম্বুলেন্স, সংবাদপত্র-প্রচারমাধ্যম, জরুরি গ্যাস ও বিদ্যুতের কাজ হরতালের আওতার বাইরে রাখা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলবে।
এএস/এএসএস/এআরএস/আরআইপি