ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জনগণ জ্বালাও-পোড়াওয়ের জবাব দেবে ব্যালটে : নাসিম

প্রকাশিত: ১০:১৮ এএম, ০৭ এপ্রিল ২০১৫

খালেদা জিয়ার নেতৃত্বে গত তিন মাসে যে ‘জ্বালাও-পোড়াও’ হয়েছে, জনগণ ব্যালটের মাধ্যমে তার জবাব দেবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মুজিবনগর দিবস উদযাপন কমিটির প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নাসিম বলেন, আওয়ামী লীগের আমলে সব নির্বাচন সুষ্ঠু হয়েছে। জয়-পরাজয় বড় কথা নয়। সুষ্ঠু নির্বাচনই সরকারের একমাত্র লক্ষ্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চক্রান্তকারীদের সঙ্গে সরকারের কোনো সমঝোতা হয়নি, হবেও না। খুনিদের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না। আওয়ামী লীগের সমঝোতা হবে জনগণের সঙ্গে।

সংবাদ সম্মেলন থেকে মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচিও ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১০ এপ্রিল সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন। ১৭ এপ্রিল সকালে মেহেরপুরের মুজিবনগরে সকালে আইনশৃঙ্খলা বাহিনীর গার্ড অব অনার প্রদান এবং দুপুরে সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে মুজিবনগর দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খানসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এএইচ/একে/আরআইপি