ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সুরঞ্জিতের আসনে মনোনয়ন সংগ্রহ করলেন স্ত্রী

প্রকাশিত: ১২:২১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

প্রবীণ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুতে শূন্য আসনের উপ-নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁর স্ত্রী জয়া সেনগুপ্ত। শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে তাঁর ছেলে সৌমেন সেনগুপ্ত মায়ের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করে জানান, জয়া সেনগুপ্তসহ এ পর্যন্ত মোট ৪ জন উপ-নির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে সুনামগঞ্জ-২ আসন শূন্য হয়।
সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ৫ ও ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ।  

এইউএ/ওআর/এমএস

আরও পড়ুন