ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

কানাডার আদালতের রায় বিএনপির জন্য লজ্জার : গোলাপ

প্রকাশিত: ০৭:১২ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

দুর্নীতিতে ৫ বারের চ্যাম্পিয়ন বিএনপি সরকার। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছে। এটা বিএনপির জন্য লজ্জার।  

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব বলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।

শুক্রবার দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আব্দুস সোবহান গোলাপ বলেন, বিএনপি আজও দেশ, সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।  

তিনি বলেন, আজকে বাংলাদেশ যে শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে তা ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনার কারণে। আজ মাল্টিমিডিয়ায় ক্লাস পরীক্ষা হচ্ছে, ঝরে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা কমে গেছে। শহর থেকে গ্রাম সর্বত্র শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন এসেছে। যেখানে শিয়ালের ডাক শোনা যেতো, জঙ্গল ছিল আজ সেখানেও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, গ্রামের শিক্ষার্থীরাও এখন উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাচ্ছে। সাড়ে ৪ হাজার কমিউনিটি ক্লিনিক থেকে ২৫ হাজারে পরিণত করা হয়েছে। সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গণতন্ত্র ও উন্নয়নের অংশ।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

জেইউ/এনএফ/পিআর

আরও পড়ুন