ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

রিজভীর রিমান্ড স্থগিত

প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের রিমান্ড এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার রিমান্ড আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতির জাফর আহমেদের বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ২ সপ্তাহের মধ্যে ঢাকা জেলার ডিসি, শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক এসআইকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ৭ মামলায় রিজভীকে এ পর্যন্ত ২৫ দিন রিমান্ডে নেয়া হয়। গত ৩১ মার্চ মহানগর হাকিম রিজভীকে ফের তিন দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিলে গত ২ এপ্রিল রিমান্ড আদেশ চ্যালেঞ্জ করে ও মামলা বাতিল চেয়ে হাইকোর্টে কোয়াশমেন্ট আবেদন করেন রিজভী।

ওই আবেদনের শুনানি শেষে বিচারক আজ রুল জারি করে রিমান্ড স্থগিত করেন।

এএইচ/আরআই