ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদা জিয়াকে রওশন এরশাদের ধন্যবাদ

প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হওয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। রোববার এক বিবৃতিতে রওশন এরশাদ খালেদা জিয়াকে এ ধন্যবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন আদালত থেকে জামিন নিয়ে নিজ বাসভবনে যাওয়ায় রাজনৈতিক স্থিতিশীলতার সুবাতাস বইছে। আর এটাই তা জনগণ প্রত্যাশা করে। সম্প্রতি দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনা কমে আসার পাশাপাশি সিটি কর্পোরেশন নির্বাচনে সকল দলের অংশ গ্রহণের সিদ্ধান্তে ইতিবাচক রাজনীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। আর তা ধরে রাখার দায়িত্ব প্রত্যেক দলের।

বিরোধীদলীয় নেতা বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।

আরএস/আরআইপি