ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদা জিয়ার জন্য নির্বাচন বসে থাকবে না : ওবায়দুল কাদের

প্রকাশিত: ১২:১৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

ক্ষমতাসীল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর কোনো ভাবনা সরকারের নেই। তবে কেউ দোষী সাব্যস্ত হলে তিনি কারাগারে যাবেন না কি ক্ষমা পাবেন সেটা আদালতের বিষয়। এমনকি খালেদা জিয়ার জন্য বাংলাদেশের নির্বাচন ও সংবিধান বসে থাকবে না।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রেডিসন হোটেলের সামনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বুধবারের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেছিলেন, মিথ্যা বানোয়াট মামলায় সাজা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে পাঠালে দেশে কোনো নির্বাচন হবে না।

ওবায়দুল কাদের বলেন, সময় ও নদীর স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে না তেমনি বাংলাদেশের সংবিধান ও নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। তামিলনাড়ূর মুখ্যমন্ত্রীর খুব কাছাকাছি গিয়েও শশীকলাকে জেলে যেতে হয়েছে। তার জন্য ভারতের সরকার কিংবা নির্বাচন যেমন বসে থাকবে না, খালেদা জিয়ার জন্যও বাংলাদেশের নির্বাচন ও সংবিধান বসে থাকবে না।

রাজধানীর বিমানবন্দর থেকে বনানী ওভারপাস পর্যন্ত রাস্তার সৌন্দর্য বর্ধনের আধুনিকায়ন করতে ‘ভিনাইল ওয়ার্ড গ্রুপে’র দ্বিতীয় পর্বের কাজ শুরু হয়েছে। এই কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এফএইচএস/আরএস/পিআর

আরও পড়ুন