লেভেল প্লেয়িং ফিল্ডের স্বপ্ন পূরণ হবে না : কামরুল
সিটি নির্বাচনে সন্ত্রাসীদের প্রার্থী করবেন আর লেভেল প্লেয়িং ফিল্ড চাইবেন সেই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল বলেন, সমান সুযোগ চাইলে ভালো মানুষকে প্রার্থী দেন। সুবোধ বালকদের ক্যান্ডিডেট করেন। সন্ত্রাসীদের প্রার্থী করলে সমান সুযোগ সম্ভব না।
তিনি আরো বলেন, অভিজাত ব্যক্তি হলে আইন ভিন্ন দৃষ্টিতে দেখবে, এটা ভাবার কোনো সুযোগ নেই। আইনের দৃষ্টিতে একজন সাধারণ কর্মীর মতো সবাই সমান। ভালো মানুষকে আইন ছুঁবে না, দুষ্ট লোকদের ছাড়বেও না।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ড. ইনামুল হকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দি, উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
এএইচ/আরআই