ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মনোনয়নপত্র বাতিল : আপিল করবেন মিন্টু ও পিন্টু

প্রকাশিত: ১০:১৯ এএম, ০১ এপ্রিল ২০১৫

সিটি নির্বাচনে মেয়র পদে অংশ নিতে দাখিল করা মনোনয়নপত্র বাতিল হওয়ায় ঢাকা উত্তরের মেয়র প্রার্থী ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু ও দক্ষিণের নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু আপিল করবেন।

মিন্টুর আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মিন্টু আপিল করবেন।

পিন্টুর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, রিটার্নিং কর্মকর্তা পিন্টুর সাজার ব্যাপারে আইনের ব্যাখ্যা বুঝতে পারেননি। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে।

জানা গেছে, বুধবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট দুই রিটার্নিং কর্মকর্তা মোট পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করেন। উত্তরে মিন্টু ও নাঈম হাসান এবং দক্ষিণে পিন্টুসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচন কমিশনে জমা দেয়া মিন্টুর হলফনামায় সমর্থক হিসেবে উল্লিখিত একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার নন। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী নাসিরউদ্দিন পিন্টু বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এএইচ/আরআই