ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

স্বৈরাচার হলে বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করতে পারতাম: এরশাদ

প্রকাশিত: ০৮:৪১ এএম, ১৯ আগস্ট ২০১৪

বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করতে না পারা জীবনের বড় আক্ষেপ উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন- গণতন্ত্র গণতন্ত্র করে বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করতে পারিনি।

তিনি বলেন-‘সারা জীবন একক সিদ্ধান্তে কাজ করেছি। জাতির পিতার ঘোষণাটা সবার সঙ্গে আলোচনা করে নিতে চেয়েছিলাম। তাই সম্ভব হয়নি। যদি স্বৈরাচার হতাম, তাহলে বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করতে পারতাম।

বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মঙ্গলবার দুপুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এরশাদ বলেছেন, আপনি বাবা এবং নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবার গণতন্ত্র প্রতিষ্টা করুন। যদি সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন তাহলে জাতি আপনাকে চিরদিন মনে রাখবে।