ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ফের ৪৮ ঘণ্টার হরতাল, আওতামুক্ত ঢাকা ও চট্টগ্রাম

প্রকাশিত: ০৯:০৯ এএম, ২৯ মার্চ ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি  সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে। তবে সিটি নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। রোববার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু সাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধী দলের গুমকৃত নেতা-কর্মীদের অবিলম্বে পরিবারের নিকট অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি, দলের শীর্ষ নেতাদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে চলমান অবরোধের পাশাপাশি সোমবার ভোর ৬ টা থেকে বুধবার ভোর ৬ টা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল পালিত হবে। তবে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে কেবলমাত্র ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর আওতামুক্ত রাখা হয়েছে।

এছাড়া বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার এই হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য দল ও জোটের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

এএইচ/আরআই