ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

তারেকের পিএস অপুর জামিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৫৭ এএম, ১৮ আগস্ট ২০১৪

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা চাঁদাবাজি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নুর উদ্দিন ওরফে অপুর ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সোমবার দুপুরে এই জামিন আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করেন সগীর হোসেন লিয়ন।

উল্লেখ্য, ২০০৭ সালের এক/এগারোর পটপরিবর্তনের পর থেকে অপু পলাতক ছিলেন। এরপর থেকে তিনি মূলত মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। প্রায় মাস খানেক আগে তিনি গোপনে দেশে ফেরেন এবং ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করেন। এরপর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।