রোববার ২০ দলের বিক্ষোভ, থাকছে অবরোধও
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট রোববার সারাদেশে আবরোধের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার দলের যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু স্বাক্ষরিত পৃথক দুটি বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বুলু স্বাক্ষরিত প্রথম বিবৃতিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হলেও অবরোধ চলবে কি না তা উল্লেখ ছিল না। এ নিয়ে গণমাধ্যমে বিভন্ন গুজব সৃষ্টি হলে পরে বিকেল সাড়ে ৫টায় পাঠানো সংশোধিত বিবৃতির মাধ্যমে বিষয়টি পরিস্কার করা হয়। তবে দুই বিবৃতির কোথাও হরতালের কথা উল্লেখ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গ্রেফতারের পর বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারাদেশে বিরোধী দলীয় গুমকৃত নেতা-কর্মীদেরকে সুস্থ ও অক্ষত অবস্থায় তাদের পরিবারের নিকট ফেরত দেওয়ার দাবিতে এবং নেতা-কর্মীদের হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে রোববার দেশব্যাপী সকল জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় ২০ দলীয় জোটের উদ্যোগে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এএইচ/আরআই
সর্বশেষ - রাজনীতি
- ১ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ২ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৩ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৪ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা
- ৫ বিএনপির ৩১ দফা নিয়ে যা ভাবছে রাজনৈতিক দলগুলো