ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপি সমর্থিত ১৪ মহিলা কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত

প্রকাশিত: ০৯:০৩ এএম, ২৮ মার্চ ২০১৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে সংরক্ষিত ১৪ মহিলা কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। ওয়ার্ড পর্যায়ে নেতা-কর্মীদের সাথে আলোচনা করে নগর বিএনপি  ও নগর মহিলা দলের শীর্ষস্থানীয় নেতারা  প্রার্থী বাছাইয়ের কাজটি সেরে ফেলেছেন। বর্তমানে চসিকের ১৪ মহিলা কাউন্সিলের মধ্যে  বিএনপি সমর্থিত কাউন্সিলর রয়েছে দুজন।  

নগর বিএনপি সূত্রে জানা যায়, কেন্দ্রীয়ভাবে জোটগতভাবে নির্বাচন করার সিদ্ধান্ত হলে দুটি মহিলা কাউন্সিলর পদ ২০ দলীয় জোটের শরীক দল জামায়াতকে ছেড়ে দেয়া হবে। এক্ষেত্রে বিএনপি ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডের সমন্বয়ে গঠিত সংরক্ষিত মহিলা ওয়ার্ড এবং ৩৩, ৩৪ ও ৩৫ নং ওয়ার্ড মিলে গঠিত অপর সংরক্ষিত মহিলা ওয়ার্ডটি জামায়াতকে ছেড়ে দেবে বলে জানা গেছে। বর্তমানে এ দুটি ওয়ার্ডে স্থানীয়ভাবে বিএনপি সমর্থিত প্রাথী হলেন (১৭,১৮,১৯)- রেজিয়া বেগম মুন্নী এবং  অপর ওয়ার্ডের প্রার্থী হচ্ছেন মনোয়ারা বাবুল।

সংরক্ষিত অপর ১২ জন মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হচ্ছেন-নাসিমা আলম -(১,২,৩), শাহনাজ বেগম -(৪, ৫, ৬), সায়মা হক -(৭, ৮), বর্তমান কাউন্সিলর আরজু শাহাবুদ্দিন -(৯, ১০, ১৩), বর্তমান কাউন্সিলর ও নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি-(১৪, ১৫, ২১), বেগম লুৎফুন্নেসা- (১৬, ২০, ৩২), খালেদা বোরহান -(১২, ২৩, ২৪), জেসমিন খানম-(১১, ২৫, ২৬), কামরুন্নাহার লিজা-(২৮, ২৯, ৩৬), আরজু নাহার মান্না -(২২, ৩০, ৩১), সাঈদা খানম -(২৭, ৩৭, ৩৮) ও রাদা আলম (৩৯, ৪০, ৪১)।

নগর মহিলা দলের সভানেত্রী কাউন্সিলর মনোয়ারা বেগম মনি  ১৪টি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, জোটগতভাবে নির্বাচন হলে বিএনপি ১২টি এবং জামায়াত দুটি সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী দেবে ।
 
এসএইচএ/পিআর