মির্জা আব্বাসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে অবস্থিত দক্ষিণের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শুক্রবার বেলা ১১টার দিকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন অ্যাডভোকেট একেএম শাহজাহান। এ সময় তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মহিউদ্দিন ও এ্যাডভোকেট আবদুস সালাম।
অ্যাডভোকেট শাহজাহান বলেন, ‘মির্জা আব্বাস নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন বলে আমাদের জানিয়েছেন। তিনি অসুস্থ থাকায় তার পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’
এআরএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরে যাওয়ার রুট প্রকাশ
- ২ যারা নির্বাচন চায় না, তারাও ফ্যাসিবাদের দোসর: পারভেজ মল্লিক
- ৩ ‘আল্লাহ যেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে আরোগ্য দান করেন’
- ৪ ফারুক হাসানের ওপর হামলাকারীদের জামিনের নিন্দা গণঅধিকার পরিষদের
- ৫ খালেদাকে লন্ডন নিতে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়