বিএনপি বিভ্রান্তিমূলক কথা বলছে : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য বিভ্রান্তিমূলক কথা বলছে বিএনপি। তারা যদি ষড়যন্ত্রের পথ না ছাড়ে তাহলে আগামী নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।
শুক্রবার ঢাকা ডেন্টাল কলেজ ক্যাম্পাসে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজকে সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হানিফ বলেন, বিএনপি সার্চ কমিটি নয়, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য বিভ্রান্তিমূলক কথা বলছে। দেশের জনগণের প্রতি তাদের আস্থা নেই। জনগণের ক্ষমতায় তারা বিশ্বাসী নয়, কারণ নির্বাচনে তারা জনগণের ভোটে পরাজিত হবে। তাই তারা ষড়যন্ত্র করছে।
বিএনপির উদ্দেশে হানিফ বলেন, আপনারা রাষ্ট্রপতির উপর আস্থা রাখুন। তিনি সবার কাছে আস্থাপূর্ণ নির্বাচন কমিশন গঠন করবেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সকল রাজনৈতিক দলই নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠনের আহ্বান জানিয়েছিল। রাষ্ট্রপতি তাদের প্রস্তাব অনুসারে সার্চ কমিটি গঠন করেছেন। তিনি যাদের নিয়োগ দিয়েছেন সবাই যোগ্য ব্যক্তি, তাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই তা ইতিমধ্যেই প্রমাণ হয়েছে।
হানিফ বলেন, সার্চ কমিটি গঠনের পর থেকে বিএনপি হতাশা প্রকাশ করছে। আমরা জানতে চেয়েছিলাম কেন আপনারা হতাশ হয়েছেন? বললেন এটা আওয়ামী লীগের পছন্দের কমিটি। আমরা তাদের বলছি সার্চ কমিটি নিয়ে আমরা কোনো নাম দিইনি।
তিনি আরো বলেন, রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেছেন, এখানে পছন্দ-অপছন্দের কী আছে? সার্চ কমিটির দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন গঠন নিয়ে কয়েকটি নামের তালিকা তৈরি করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা। রাষ্ট্রপতি তার মধ্যে থেকে নির্বাচন কমিশন গঠন করবেন।
ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আনো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু প্রমুখ।
এইউএ/এনএফ/পিআর