বিকেলে ইসিতে যাচ্ছেন বিএনপির প্রতিনিধি দল
তিন সিটি কর্পোরেশন নির্বাচন ইস্যুতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন বিএনপির চারজনের একটি প্রতিনিধি দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্টবিজ্ঞানী ড. এমাজউদ্দিন আহমেদের নেতৃত্বে বুধবার বিকেল সাড়ে ৩টায় প্রতিনিধি দলটির যাওয়ার কথা রয়েছে।
সূত্র জানায়, প্রতিনিধি দলের মধ্যে বিএনপির একজন প্রতিনিধি ও তিনজন বুদ্ধিজীবী রয়েছেন। তারা প্রধান নির্বাচন কমিশনার রকিবউদ্দিন আহমেদের সঙ্গে সিটি কর্পোরেশন নিয়ে কথা বলবেন।
প্রতিনিধি দলের মধ্যে বিএনপি চেয়ারপারসনে উপদেষ্টা উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, ড. জাফরুল্লাহ চৌধুরী ও ড. মাহবুব উল্লাহ থাকবেন বলে জানিয়েছে সূত্রটি।
এমএম/বিএ/আরআই
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা