ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মিছিলের স্রোত মিশছে সোহরাওয়ার্দী উদ্যানে

প্রকাশিত: ০৯:১২ এএম, ২৪ জানুয়ারি ২০১৭

ছাত্রলীগের পুনর্মিলনী উপলক্ষে মিছিলের সব স্রোত এসে মিশছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসছে মিছিলের পর মিছিল।

৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

BSL

মঙ্গলবার দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রবেশ করছেন সোহরাওয়ার্দী উদ্যানে।

‘ছাত্রলীগের পুনর্মিলনী সফল হোক, নেতা মোদের শেখ মুজিব, দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত, শেখ হাসিনার আগমনে মুজিব তোমায় মনে পড়ে’ ইত্যাদি স্লোগানে স্লোগানে মুখরিত সব মিছিল।

মাথায় ছাত্রলীগের পুনর্মিলনী সফল হোক লেখা ফিতা বেঁধে দলে দলে আসছে মিছিল। মিছিলে মেয়েদের উপস্থিতিও রয়েছে চোখে পড়ার মতো।

BSL

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয় বলেন, রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা ও বর্তমান কমিটির নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন এতে। আশা করছি সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন হবে।

পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠান শুরুর কথা রয়েছে।

ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানের নিরাপত্তা সম্পর্কে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার সব গেটে তল্লাশি করা হচ্ছে। বসানো হয়েছে আর্চওয়ে। বিপুলসংখ্যক পুলিশ সদস্য প্রত্যেকটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছে সতর্কাবস্থায়।

জেইউ/এমএমজেড/জেআইএম