ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দুই কর্মসূচি করতে দেওয়া হবে না : নাসিম

প্রকাশিত: ১২:১০ পিএম, ২২ মার্চ ২০১৫

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি হরতাল অবরোধের পাশাপাশি সিটি নির্বাচনের কথা বলছেন। কিন্তু একই সঙ্গে তাদের এ দুই কর্মসূচি করতে দেওয়া হবে না। রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে  পেট্রলবোমা হামলায় দগ্ধদের দেখতে এসে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা হামলাকারী ও অর্থের যোগানদাতাদের চিহ্নিত করা হয়েছে। শিগগির তাদের গ্রেফতার করা হবে।

নাসিম বলেন, জনগণ আশা করেছিল সাম্প্রতিক সময়ে বিএনপির বোধোদয় হবে। কিন্তু আবারও মাগুরায় সাধারণ শ্রমিকদের ওপর পেট্রলবোমা হামলা চালানো হল।

তিনি আরো বলেন, খালেদাকে বলছি, হরতাল অবোরোধের নামে এসব বন্ধ করুন। হরতাল অবরোধ দিয়ে জ্বালাওপোড়াও আর নির্বাচন একসঙ্গে হতে পারে না।

এএইচ/পিআর